মিশন সেইভ বাংলাদেশ: সুবিধাবঞ্চিতদের পাশে সাকিবের ফাউন্ডেশন

উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতিতে বাঁহাতি তারকা অলরাউন্ডার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠিকই। দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের উদ্যোগে চলমান প্রকল্প ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।
shakib
সাকিব আল হাসান। ছবি: খালিদ হুসাইন অয়ন

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের মোট ২৭ জাতীয় ক্রিকেটার কয়েকদিন আগে নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করার ঘোষণা দিয়েছেন। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় তাদের উদ্যোগে সামিল হতে পারেননি সাকিব আল হাসান। তবে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতিতে বাঁহাতি তারকা অলরাউন্ডার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠিকই। দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের উদ্যোগে চলমান প্রকল্প ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে ৩৩ বছর বয়সী তারকা জানিয়েছেন, নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে যাচ্ছেন তিনি। আর ‘মিশন সেইভ বাংলাদেশ’ পাচ্ছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর প্রথম সহায়তা।

সাকিব লিখেছেন, ‘সারাদেশ আজ লড়ছে একটি মহামারিকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুণছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এই মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার জন্য।

এবং এর ধারা অনুযায়ী “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে “মিশন সেইভ বাংলাদেশ” নামক একটি উদ্যোগে।

“মিশন সেইভ বাংলাদেশ” করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত, ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

আসুন, সবাই মিলে একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।’

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago