অস্ট্রেলিয়ানদের আরও একটি বিশ্বকাপ জয়ের দিন
এ পর্যন্ত ১২টি ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। যার পাঁচটাই জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসের সেরা এই দল সর্বশেষ শিরোপাটি জিতেছিল ২০১৫ সালের এই দিনে (২৯ মার্চ)। আগের সবগুলো থেকে সেই জয়টা ছিল একটু ভিন্ন মাত্রার। কারণ অজিরা প্রথমবার নিজেদের মাটিতে উঁচিয়ে ধরতে পেরেছিল শিরোপা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপের ফাইনালে ওঠে দুই স্বাগতিক দলই। দুর্দান্ত খেলে প্রথমবার ফাইনালে ওঠা কিউইদের অবশ্য সেদিন মেলবোর্নের ৯৩ হাজার দর্শকের সামনে দাঁড়াতেই দেয়নি মাইকেল ক্লার্কের দল। ১০১ বল হাতে রেখে একপেশে ম্যাচ তারা জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।
তবে টুর্নামেন্টের প্রথম দেখায় গ্রুপ পর্বে অসিদের নিজ মাঠে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম বিশ্ব শিরোপা জয়ের রোমাঞ্চ হাতছানি দিচ্ছিল ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু আসল লড়াইয়ে ঠিকই নিজেদের জাত চেনায় অজিরা, শোধ তুলে ট্রফি করে পুনরুদ্ধার। বিশ্বকাপ ফাইনালের মঞ্চ আর ট্রান্স-তাসমান লড়াইয়ের ঝাঁজ মিলিয়ে আলাদা উত্তেজনা ছিল। কিন্তু মাঠে অস্ট্রেলিয়ার পেশাদারিত্বের রাজত্বে তা হয়ে যায় একেবারে ম্যাড়ম্যাড়ে।
টস জিতে সেদিন আগে ব্যাট করতে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু মিচেল স্টার্ক, মিচেল জনসন আর জেমস ফকনারের গোলায় পুড়ে ছারখার হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। ফাইনালের মতো বড় মঞ্চ তারা জড়ো করতে পারে মাত্র ১৮৩ রান।
টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত স্যুয়িংয়ের পসরা মেলে ধরা টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের কারণে এই রানেও লড়াইয়ের আভাস তবু ছিল। কিন্তু ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ আর অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট কিউইদের সকল সম্ভাবনা উড়িয়ে দেয়। ওয়ার্নারের ৪৫, স্মিথের ৫৬ আর ক্লার্কের ৭৪ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। খেলা শেষ করে দেয় ১০১ বল আগে।
ইতিহাসের প্রথম দল হিসেবে পাঁচ পাঁচটা বিশ্বকাপ ট্রফি জমা হয় অজিদের শোকেসে।
ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল
১৯৭৫- ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯- ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩- ভারত
১৯৮৭- অস্ট্রেলিয়া
১৯৯২- পাকিস্তান
১৯৯৬- শ্রীলঙ্কা
১৯৯৯- অস্ট্রেলিয়া
২০০৩-অস্ট্রেলিয়া
২০০৭- অস্ট্রেলিয়া
২০১১- ভারত
২০১৫- অস্ট্রেলিয়া
২০১৯- ইংল্যান্ড।
Comments