৪৮ ঘণ্টায় ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছেন ২০৭ বাংলাদেশি

ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ২০৭ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
পুলিশের উপপরিদর্শক ও ভোমরা ইমিগ্রেমশন পুলিশ ইনচার্জ বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা তাদের পরীক্ষা করেছেন এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছেন।
তিনি বলেন, হোম কোয়ারেন্টিনে কতদিন থাকতে হবে সেসময় উল্লেখ করে তাদের সবার হাতে সিল লাগিয়ে দেওয়া হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, ভারতে আটকা পড়া বাংলাদেশি, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে।
গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে।
এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে বাংলাদেশ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
Comments