বিপণি বিতান বন্ধ রাখার সময় আরও বাড়ল

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপণি বিতান বন্ধ রাখার যে সিদ্ধান্ত এসেছিল তার সময় বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি আজ এই সিদ্ধান্ত নিয়েছে।
বসুন্ধরা সিটি

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপণি বিতান বন্ধ রাখার যে সিদ্ধান্ত এসেছিল তার সময় বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি আজ এই সিদ্ধান্ত নিয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিপণি বিতান বন্ধ রাখার সময় বাড়ানোর কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগের সিদ্ধান্ত ছিল সারা দেশের বিপণি বিতানগুলো ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। গত ২২ মার্চ দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছিল।

বিপণি বিতান বন্ধ থাকলেও, এ সময়ের মধ্যে সুপার শপ, কাঁচা বাজার, ওষুধ ও মুদি দোকান আগের মতোই খোলা থাকবে।

Comments