পার্বত্য এলাকায় হামে নবম শিশুর মৃত্যু
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে পার্বত্য অঞ্চলে হামে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ এ।
দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতা জানান, গতকাল শনিবার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা (১০) মারা যায়। ধনিকা প্রত্যন্ত এলাকা রতি চন্দ্র কারবারি পাড়ার অমিন্দ্র ত্রিপুরার মেয়ে।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে শিশুটি হামে মারা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বান্দরবানের লামা ও খাগড়াছড়ির দিঘীনালায় এ পর্যন্ত ৯টি শিশু হামে মারা গেছে।
রতিচন্দ্র পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনীময় ত্রিপুরা জানিয়েছেন, ধনিকা মেধাবী শিক্ষার্থী ছিল। গত ৬ দিন ধরে র্যাশসহ জ্বর, কাশিতে ভুগেছে।
ধনিকার বাবা অমিন্দ্র বলেন, ‘আমরা ভীষণ দরিদ্র। টাকার অভাবে আমরা মেয়ের চিকিৎসা করাতে পারিনি।’
স্থানীয়রা জানান, দিঘীনালা উপজেলার রতি চন্দ্র পাড়া, হেমন ত্রিপুরা পাড়া এবং জেরক ত্রিপুরা পাড়ার প্রায় ৩০টি শিশু হামে ভুগছে।
দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ওই এলাকা পরিদর্শন করেছি এবং উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়েছি।’
এ বছর ৯ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত তিন কোটি ৪০ লাখ শিশুকে বুধবার থেকে হাম ও রুবেলার টিকা দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই কর্মসূচি স্থগিত হয়ে যায়।
Comments