জার্মানির হেসেন প্রদেশের অর্থমন্ত্রীর মরদেহ উদ্ধার
জার্মানির হেসেন প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফার (৫৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিসবাডেনের একটি রেললাইন থেকে গতকাল শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, উচ্চগতির একটি রেললাইনে একজনের মরদেহ পড়ে থাকার সংবাদে সেখানে যান তারা। পরে মরদেহটি হেসেনের অর্থমন্ত্রী থমাস শেফারের বলে শনাক্ত করা হয়।
জার্মান চ্যান্সেলন আঙ্গিলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস (সিডিইউ) এর সদস্য শেফার। প্রায় ১০ বছর ধরে হেসেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সম্প্রতি করোনাভাইরাস সংকটের সময় গণমাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
হেসেনের মুখ্যমন্ত্রী ভলকার বুফার গভীর দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছেন, কোভিড -১৯ মহামারী নিয়ে ভীষণ চাপ এবং উদ্বেগে ছিলেন শেফার। জনগণের প্রত্যাশার চাপ কেমন করে সামাল দেবেন সেটাই ছিল তার চিন্তা।
Comments