কুষ্টিয়ায় ১ জনের মৃত্যু, নমুনা আইইডিসিআরে
কুষ্টিয়ায় করোনার উপসর্গ নিয়ে ৫১ বছর বয়সী এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি শহরের চৌরহাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার পরিবারের সদস্যরা জানিছেন, তিনি ব্রংকাইটিস রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার থেকে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করফোর্ট নামে বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি, তার পরিবারের কোনো সদস্য বিদেশে থাকেন না। ইজিবাইক চালানোর সময় করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে তিনি এসেছিলেন কি না সেটা খোঁজ নেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হবে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। আইইডিসিআর থেকে প্রতিবেদন আসা পর্যন্ত তারা কোয়ারেন্টিনে থাকবেন।
Comments