যশোরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
যশোরের অভয়নগর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার শুভাপাড়া ইউনিয়নের ইছামতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বাড়ি উপজেলার ইছাপুর গ্রামে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গতকাল বিকালে নির্যাতনের শিকার গৃহবধূ পাগলা বাবার আশ্রমে যান। সেখান থেকে ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হন। রাতেই তিনি অভয়নগর থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
Comments