বগুড়ার মৃত্যু করোনাভাইরাসে নয়: আইইডিসিআর
বগুড়ার শিবগঞ্জে গত শুক্রবার মারা যাওয়া ব্যক্তি, যার করোনাভাইরাসের মতো উপসর্গ ছিল, নমুনা পরীক্ষায় জানা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
বগুড়া জেলা সিভিল সার্জন গাউসুল আজম চৌধুরী জানিয়েছেন, আমরা আজ আইইডিসিআর (সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) থেকে তার নমুনা পরীক্ষার ফল পেয়েছি, তাতে দেখা যায় করোনা আক্রান্ত ছিলেন না তিনি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি দল মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে।
আই্ইডিসিআরের পরীক্ষার ফল পাওয়ার পর পুলিশ ওই এলাকার ১০টি বাড়ির ওপর থেকে লকডাউন তুলে নিয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
গত শুক্রবার বগুড়ার শিবগঞ্জে জ্বর-সর্দি-কাশিতে ভুগে বিনা চিকিৎসায় একজনের মৃত্যুর অভিযোগ ওঠে।
পরে, উপজলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়ি সংলগ্ন ১০টি বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।
মারা যাওয়া ওই ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামী ঢাকার গাজীপুরে কাজ করতেন এবং সেখানেই থাকতেন, ২৫ মার্চ বগুড়ায় বাড়ি ফেরেন। ২৬ মার্চ থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। চিকিৎসা সহায়তায় প্রতিবেশীদের সাহায্য চেয়েও পাননি তার স্ত্রী। হটলাইনে বারবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে ফোন করলেও কেউ ধরেননি।
ওই ব্যক্তির মৃত্যুর পর করোনাভাইরাসের আতঙ্কে এলাকার মানুষজন কবর দিতে বাধা দেয়। পরে বাড়ি থেকে দেড় কি.মি দূরে সরকারি খাস জমিতে তাকে দাফন করা হয়।
Comments