'অস্ট্রেলিয়া ফেরত ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ, সুস্থ আছেন'
অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরা নিম্ন আদালতের ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে এবং তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ১৫ মার্চ তারা দেশে ফেরেন।
সাধারণ ছুটি শেষে আগামী ৫ এপ্রিল তারা যার যার কর্মস্থলে যোগ দেবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আইনমন্ত্রী।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত নিম্ন আদালতের কোনো বিচারক এবং কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হননি। কেউ যদি আক্রান্ত হন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান তিনি সুস্থ আছেন।
এর আগে আইন সচিব মো. গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া থেকে ফেরত আসা নিম্ন আদালতের ৩০ বিচারককে ১৫ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন আইনমন্ত্রী।
নিম্ন আদালতের বিচারক ও কর্মচারীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে মনিটরিং ডেস্ক খুলেছে আইন মন্ত্রণালয়।
আইন সচিব জানিয়েছেন, মন্ত্রণালয়ের দুজন উপসচিবকে পর্যবেক্ষণ ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে। যারা করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সময়ে সারা দেশে নিম্ন আদালতের ১৮০০ এর বেশি বিচারিক কর্মকর্তা এবং ১৮ হাজার কর্মচারীর তথ্য নেবেন।
Comments