জাদুঘর থেকে ভ্যান গগের চিত্রকর্ম চুরি
নেদারল্যান্ডসের দ্য সিংগার লারেন মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনপি।

সিংগার লারেন মিউজিয়াম। এপি ফাইল ফটো
নেদারল্যান্ডসের দ্য সিংগার লারেন মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনপি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল।
জাদুঘরের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, ভ্যান গগের 'স্প্রিং গার্ডেন' চিত্রকর্মটি চুরি হয়েছে।
জাদুঘর থেকে আরও কিছু চুরি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Comments