নেদারল্যান্ডসে ‘ত্রুটিপূর্ণ’ মাস্ক তদন্তে দৃষ্টি চীনা দূতাবাসের
চীন থেকে আনা ছয় লাখ মাস্ক ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলেছেন নেদারল্যান্ডসের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে নেদারল্যান্ড সরকারের তদন্তের ওপর সজাগ দৃষ্টি রাখছে সে দেশে অবস্থিত চীনা দূতাবাস। মানবিক সংকটের সময় বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে তারা।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে জানানো হয়, নেদারল্যান্ডসে চীনা রাষ্ট্রদূত শু হং আজ সোমবার দূতাবাসের ওয়েবসাইটে এসব বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শু হং বলেন, ‘চীন থেকে কেনা “ত্রুটিপূর্ণ” মাস্কের বিষয়ে দূতাবাস সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এর সত্যতা যাচাইয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাস্কগুলো ঠিকমতো আটকে থাকছে না। তাছাড়া, এর ফিল্টারও ত্রুটিপূর্ণ। তবে, এই মাস্কগুলো অনুদান হিসেবে এসেছে নাকি, এগুলো কেনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রদূত বলেন, নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। নতুন কিছু জানা গেলে, প্রথমে তারা আমাদেরকেই জানাবে।
রাষ্ট্রদূত শু হং অবশ্য মেডিকেল সহযোগিতাকে চীনা রাজনীতির অংশ হিসেবে দেখতে নারাজ।
তিনি বলেন, ‘এই মহামারিতে নেদারল্যান্ডস ও অন্যান্য দেশে সহযোগিতা করা হচ্ছে মানুষের জীবন বাঁচাতে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিভিন্ন দেশে চিকিৎসা সহায়তা দেওয়ার ক্ষেত্রে চীন সবার সামনে রয়েছে। তবে, চীনের নিম্নমানের সুরক্ষা সরঞ্জাম ও টেস্ট কিট নিয়ে উদ্বেগেরও কমতি নেই।
এর আগে গত বৃহস্পতিবার চীন থেকে কেনা ৫৮ হাজার টেস্ট কিট নিয়ে প্রশ্ন তুলেছে স্পেন সরকার।
এদিকে ফিলিপাইনে চীন থেকে পাঠানো টেস্ট কিট নিয়ে প্রথমে তারা সেগুলোকে নিম্নমানের বললেও, গতকাল রোববার তারা জানিয়েছে যে, সেগুলো বিশ্বমানের।
Comments