সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ‘বনদস্যু’ আটক
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খালের পাশে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার সকালে র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশুনুল ফিরোজ বলেন, র্যাব সদস্যরা এখনো ওই এলাকায় অভিযান চালাচ্ছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক বনদস্যুকে আটক করা হয়েছে। সকাল পৌনে ৮টার দিকে কোদাইল্লা খালের পাশে র্যাবের নিয়মিত টহল দলকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই র্যাব সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।
Comments