সুস্থ হয়ে ওঠারা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হন: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হন, তাদেরকে যেন সামাজিকভাবে হেয় করা না হয় সে বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে আইইডিসিআর পরিচালক এ কথা বলেন।
ফ্লোরা বলেন, ‘যারা মারা গেছেন তারা শেষ মুহূর্তে এসেছিলেন বলে আমাদের কিছু করার ছিল না।’
তিনি জানান, আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৫ জন বিদেশ থেকে এসেছিলেন। যাদেরই উপসর্গ আছে তাদেরকেই পরীক্ষা করা হচ্ছে।
তার মতে, ‘সাবান পানি দিয়ে বারবার হাত ধুলে ম্যাক্সিমাম প্রটেকশন দেয়।’
Comments