করোনা আইসোলেশন সেন্টারে হৃদরোগে কিশোরীর মৃত্যু
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালে ভর্তির আধ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘অনেক জটিল সমস্যার লক্ষণ নিয়ে মেয়েটি হাসপাতালে এসেছিল। তার সব উপসর্গ করোনার সঙ্গে সম্পৃক্ত নয়।’
‘তার কোনো ভ্রমণ ইতিহাস নেই, কোনো বিদেশফেরতের সঙ্গেও তার দেখা হয়নি। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মেয়েটির মৃত্যু হয়নি। কয়েক মাস ধরে সে হৃদরোগে ভুগছিল। কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউরে সে মারা গেছে।’
বালাগঞ্জ উপজেলা থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেন। সেখানে সিনিয়র একজন ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে না।
এর আগে অবশ্য সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেছিলেন, মরদেহ থেকে নমুনা নিয়ে করোনাভাইরাসের পরীক্ষা হবে।
Comments