ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৫৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের ভূঈশ্বর গ্রামের বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া এবং সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন তার বাড়ির পানি নিষ্কাশনের জন্য রাস্তার ওপর ড্রেন নির্মাণ করেন। এই নিয়ে বর্তমান ইউপি সদস্য মলাই মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পরেই দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
উভয় পক্ষের লোকজন রাস্তা, জমি ও বাড়ির ছাদে অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ও টেটা নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই পুরো গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫৩ জন আহত হন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বলেন, পুলিশ সদস্যরা সংঘর্ষ থামাতে ৩৮ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments