সিলেটে ৬৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে সিটি করপোরেশনের উদ্যোগ
সিলেট নগরীর ৬৬ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন।সরকারি সাহায্য, নিজস্ব অর্থায়ন ও স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে।
করোনাভাইরাসের কারণে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা ও জনচলাচল সীমিত করায় সংকটে পড়ে সুবিধাবঞ্চিত মানুষ। তাদের সহায়তায় সরকার সাহায্য ঘোষণা করে।
এ অবস্থায় গত রোববার ‘ফুড ফান্ড’ গঠনের ঘোষণা দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, সিলেট সিটি এলাকায় ১০৯৪ টি বস্তিতে প্রায় ৬৬ হাজার পরিবারের বাস, যার লোকসংখ্যা প্রায় আড়াই লাখ। যারা বর্তমান অবস্থায় খাদ্য ঝুঁকিতে আছে।
নগরীর সুবিধাবঞ্চিতদের জন্য সরকারের ত্রাণ তহবিল থেকে সহায়তা হিসেবে ৫০ টন চাল এবং করোনাভাইরাস বিস্তার রোধে পদক্ষেপ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিলেট সিটি করপোরেশনকে ১ কোটি টাকা দিয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সিটি মেয়রের গঠিত ফুড ফান্ডে এখন পর্যন্ত ৯৬ লাখ ৭০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান এসেছে।
এছাড়াও সিটি করপোরেশনের নিজস্ব অর্থ, মেয়রের এক মাসের বেতনের অনুদানসহ কাউন্সিলরদের সহযোগিতা ও সিটি করপোরেশনের কর্মরত সবার এক দিনের বেতনও ফুড ফান্ডে জমা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৪৭ হাজার পরিবারকে সহায়তা করার মতো খাদ্য সরবরাহ জোগাড় হয়েছে। ৬৬ হাজার পরিবারের সবাইকে সহায়তা দিতে অর্থ সাহায্য ও সরবরাহ অব্যাহত থাকবে।’
নগরীর ২৭টি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বাড়ি বাড়ি ঘুরে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
Comments