এশিয়ার ২.৪ কোটি মানুষের দারিদ্র্য মুক্তির বাধা করোনাভাইরাস

করোনাভাইরাসের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষের দারিদ্রমুক্তির স্বপ্ন ভেঙ্গে যেতে পারে। এই ভাইরাস সংক্রমণের অর্থনৈতিক প্রভাব নিয়ে এক সতর্কতায় একথা জানিয়েছে বিশ্বব্যাংক।

করোনাভাইরাসের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষের দারিদ্রমুক্তির স্বপ্ন ভেঙ্গে যেতে পারে। এই ভাইরাস সংক্রমণের অর্থনৈতিক প্রভাব নিয়ে এক সতর্কতায় একথা জানিয়েছে বিশ্বব্যাংক।

এতে বলা হয়েছে, সব দেশের অর্থনীতিই কমবেশি এই সংকটের মধ্য দিয়ে যাবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর পর্যটনখাত এবং  ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোর উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়তে পারে।

এই অঞ্চলের দেশগুলোকে স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী উৎপাদনে বিনিয়োগ বাড়াতে বলেছে সংস্থাটি। একই সঙ্গে, ভর্তুকি হিসেবে কর্মীদের চিকিৎসাভাতা দিতে অনুরোধ জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের হিসেবে, পরিস্থিতি আরো খারাপ হলে, অন্তত সাড়ে তিন কোটি মানুষকে দারিদ্র্যের মধ্যেই থাকতে হবে, যার আড়াই কোটিই হবে চীনের।

চলমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশ্বব্যাংক জানায়, ২০২০ সালে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে। গেল বছর যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ।

বিশ্বব্যাংকের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া কাওয়াকওয়া বলেন,‘সমস্যা মোকাবিলায় দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আগে যা কল্পনা করা যায়নি, তেমন সিদ্ধান্তও নিতে হতে পারে।’

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

15m ago