হোম কোয়ারেন্টিনের প্রতি ঘণ্টার সেলফি তুলে পাঠানোর নির্দেশ কর্নাটকে
ভারতের কর্ণাটকে হোম কোয়ারেন্টিনে থাকাদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠানোর নির্দেশ দিয়েছে কর্ণাটক প্রশাসন।
এনডিটিভি জানায়, কর্ণাটক প্রশাসনের চালু করা একটি অ্যাপ ব্যবহার করে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতি ঘণ্টায় সেলফি পাঠাতে হবে।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর বলেন, ‘প্রতি ঘণ্টায় সেলফি তুলে রাজ্য সরকারের একটি সাইটে পাঠাতে হবে। অমান্য করলে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হবে।’
তিনি আরও জানান, পুলিশের একটি বিশেষ দল সেই সেলফিগুলো পরীক্ষা করবেন। যদি কেউ ভুল ছবি পাঠায় কিংবা ফাঁকি দেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রেও তাকে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হবে।
‘হোম কোয়ারেন্টিনের নামে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে, সংক্রমণ ছড়াতে না পারে তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে’, বলেন তিনি।
ভারতের দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৮৩, মারা গেছেন তিন জন।
Comments