গ্রামে মানছে না করোনা সতর্কতা
চাঁদপুরে করোনাভাইরাস মোকাবিলায় শহরের বাসিন্দারা সতর্ক থাকলেও, গ্রামে তা দেখা যাচ্ছে না।
দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিবেদক জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর, সাখুয়া, বহরিয়া, দোকান ঘর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে অধিকাংশ মানুষই করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্বের বিষয়ে সচেতন না।
বহরিয়া বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে একটি জমিতে অনেককেই দেখা গেল মিষ্টি আলু খুঁজছেন। পাশেই মেঘনা নদীর পাড়ে ঘুরছিলেন বেশ কয়েকজন। কেউ আবার দাঁড়িয়ে মাছ ধরা দেখছেন, আবার কেউ কেউ ব্যস্ত কেনা-বেচায়।
নদীর পাড়ে বাস করছেন এমন একটি পরিবারের কাউকেই ঘরের ভেতরে পাওয়া গেল না। মাস্ক না পড়েই বাইরে ঘোরাঘুরি করছেন তারা। পরিবারের এক সদস্য জানালেন, এখানে এসব দরকার হয় না।
Comments