করোনাভাইরাস: সেই চ্যাম্পিয়ন জার্সি নিলামে তুললেন বাটলার
বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে মার্টিন গাপটিলকে রান আউট করেই বিশ্ব জয়ের আনন্দে মেতেছিলেন জস বাটলার। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে তার আগে চরম দুঃসময়ে বেন স্টোকসের সঙ্গে ব্যাট হাতেও ৫৯ রানের ইনিংস খেলে দারুণ ভূমিকা ছিল তার। যে জার্সি পরে তার এই অবদান, সেই জার্সিই এবার নিলামে তুলেছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান। উদ্দেশ্য, করোনাভাইরাসের জন্য তহবিল সংগ্রহ করা।
Please retweet @ABdeVilliers17 @faf1307 @ImRaina pic.twitter.com/FunJCNayP0
— Jos Buttler (@josbuttler) March 31, 2020
এই নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন বাটলার। যাতে তিনি বলেছেন একটি হাসপাতালের সাহায্যের আহবানে সাড়া দিয়ে এই উদ্যোগ নিয়েছেন তিনি, ‘হ্যালো, আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন, বাড়িতে আছেন। আমরা সকলেই জানি হাসপাতালগুলো, ডাক্তাররা, নার্সরা এবং জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের কর্মীরা কি অবিশ্বাস্য কাজ করে চলেছেন। সামনেও করতে হবে তাদের। গত সপ্তাহে রয়্যাল ব্রাম্পটন ও এবং হ্যারফিল্ড হাসপাতালে সাহায্যের আহবান জানিয়েছে। তাদের কাছে জীবন বাঁচানোর চিকিৎসা সরঞ্জামের ঘাটতি আছে। তাদের সাহায্যের জন্য আমি এই জার্সি নিলামে তুললাম। যেখানে ইংল্যান্ডের সেই স্কোয়াডের সবার স্বাক্ষর আছে। আমি ই-বেতে এটা নিলামে দিচ্ছি।’
বাটলারের আহবানে সাড়া দিয়ে ই-বেতে তার জার্সিতে এ পর্যন্ত ১৬০ জন বিড করেছেন। বুধবার সকাল পর্যন্ত দাম উঠেছে ৬৫ হাজার ৯০০ ডলার।
করোনাভাইরাস কোভিড-১৯ এর ছোবলে যুক্তরাজ্যের অবস্থা খারাপের দিকে। এই পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। মারা গেছেন ১৭৮৯ জন মানুষ। প্রতিদিনই এই সংখ্যা বেড়েই চলেছে।
Comments