সাতক্ষীরায় জ্বর-সর্দি-কাশি-হাঁচি নিয়ে একজনের মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জে জ্বর-সর্দি-কাশি-হাঁচি নিয়ে এক নারী মারা গেছেন। আজ বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের বাবার বাড়িতে তিনি মারা যান।
নিহতের নাম রাশিদা খাতুন (২৫)। তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের ফতেপুর গ্রামের সিরাজুল ইসলাম কারিগরেরর স্ত্রী ও পাশ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের আব্দুস ছালামের মেয়ে।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন মুঠোফোনে জানান, গত ২৬ মার্চ সন্ধ্যার দিকে রাশিদা খাতুনের জ্বর অনুভূত হয়। পরেরদিন তিনি শ্বশুরবাড়ি ফতেপুর গ্রাম থেকে পাশের গ্রাম বন্দকাটি গ্রামে বাবার বাড়ি চলে আসেন এবং ২৮ মার্চ স্থানীয় গ্রাম-ডাক্তার রুহুল আমিনকে বাড়িতে ডেকে চিকিৎসাপত্র নেন।
কিন্তু, সুস্থ না হওয়ায় স্থানীয় একজন হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুস ছামাদের কাছ থেকে চিকিৎসা নেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান আরও জানান, মৃতের বাবা শিক্ষক আব্দুস ছালাম তাকে জানিয়েছেন রাশিদা মারা যাওয়ার আগে তার শরীর-জ্বালা করছিলো। সে বারবার গোসল করতে চাচ্ছিল। তবে তার সর্দি-কাশি ছিল।
গ্রাম-ডাক্তার রুহুল আমিন জানান, ২৮ মার্চ রাশিদার অসুস্থতার কথা বলে তার বাবা আব্দুস ছালাম তাকে ডেকে নিয়ে যান। তিনি গিয়ে দেখেন তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি সেলসিয়াস। সর্দি-কাশি, হাঁচি, কোমড়-ব্যথা ও পেটে গ্যাস আছে। তিনি সেসবে চিকিৎসা দিয়ে আসেন। কিন্তু, পরে তাকে আর জানানো হয়নি। আজ সকালে শুনেছেন রাশিদা মারা গেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ তবিবুর রহমান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বিষয়টি শুনেছেন। ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকে (এমআই) মারা গেছে। তারপরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে,’ যোগ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
Comments