প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেবে রাবি
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
আজ বুধবার সকাল ১০ টায় রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক এম আবদুস সোবহান ডেইলি স্টারকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি অন্যান্য দুর্যোগের মতো নয়। ভাইরাসে প্রতিরোধে সবাইকে ঘরে বসে থাকতে হচ্ছে। এমনকি চিকিৎসকরাও রোগীদের চিকিৎসা দিতে ভয়ে ছিলেন।’
‘দেশের এমন পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সঙ্গে একটি বৈঠক করেছি। পরে জরুরি সিন্ডিকেট বৈঠকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ অনুদানের সিদ্ধান্ত নিয়েছি।’
Comments