নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ দোকান
নরসিংদী শহরে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই দোকানসহ আশপাশের ১০টি দোকান পুড়ে গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় দোকানপাট বন্ধ থাকায় এ অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্য ঘণ্টাখানেকেরও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Comments