বাড়ির উপর পড়ল বিমান বাহিনীর হেলিকপ্টারের দরজা
মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি বাড়ির উপর পড়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের দরজা। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাড়ির রান্না ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে সায়েস্তা ইউনিয়নের বেগুনটিয়ারি গ্রামের ওপর দিয়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। হঠাৎ হেলিকপ্টারটির দরজা খসে আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে পড়ে।
সিংগাইর থানার পরিদর্শক (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, হেলিকপ্টারের দরজা ভেঙে পড়ার ঘটনায় একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
তিনি জানান, জরুরি হেল্পলাইন নম্বর থেকে ফোন পেয়ে থানার একজন উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়। হেলিকপ্টারের খসে পড়া দরজাটি উদ্ধার করেন তিনি। দরজাটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টারের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দরজাটি নিয়ে গেছে।
Comments