নরসিংদীতে ২ বাড়ি লকডাউন
নরসিংদীর পলাশ উপজেলার পিরিন্দারটেক গ্রামের একজন জ্বর-কাশি-গলা ব্যথায় আক্রান্ত হওয়ায় গ্রামের দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী ওই বাড়ি দুটি লকডাউন ঘোষণা করেন।
ফারহানা আলী জানান, লকডাউন ঘোষণার পাশাপাশি বাঁশের বেড়া দিয়ে ওই দুটি বাড়ির আশপাশের এলাকায় মানুষের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনা সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তার নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। লকডাউন হওয়া বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হবে।
Comments