ভোলায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগে চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে একটি অনলাইন পত্রিকার সম্পাদক সাগর চৌধুরীর ওপর হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাবিল হায়দার বোরহানউদ্দিনের মনিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জশিম উদ্দিন হাওলাদারের ছেলে।
আজ বোরহানউদ্দিন পৌরসভা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।
অভিযোগ আছে, চেয়ারম্যান জশিম উদ্দিনের ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় নাবিলের নেতৃত্বে একদল যুবক মঙ্গলবার স্থানীয় সাংবাদিক সাগরের ওপর হামলা চালায়।
সাগর জানান, বরাদ্দের চেয়ে জেলেদের চাল কম দেওয়া নিয়ে তার একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার ওপর হামলা হয়েছে।
হামলায় আহত সাগর ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পেশায় একটি অনলাইন সংবাদ পোর্টালের সম্পাদক। এর আগে, এটিএন নিউজের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Comments