শীর্ষ খবর

যশোরে এসি ল্যান্ডকে ধাক্কা দিয়ে পালানো মোটরসাইকেলচালক গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় এসি ল্যান্ডকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজী নাজিব হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যশোরের ঝিকরগাছায় এসি ল্যান্ডকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চালক হলেন— পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের মৃত রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস ওরয়ে অমিত (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকালে ঝিকরগাছার গদখালী বাজার এলাকায় লোকজনের জমায়েত ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল এসে সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসানকে ধাক্কা দেয়। এতে তিনি পা, মাথা ও তলপেটে গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে প্রথমে জেলা হাসপাতালে এবং সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে গতকাল সকালে তাকে হেলিকপ্টারে করে এনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমসএইচ) ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী শাহাজালাল বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। আগেই মোটরসাইকেলের আরোহী আবদুল্লাহ আল শাকিলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সবশেষ গতকাল সন্ধ্যায় চালককে গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মোটরসাইকেলচালক অমিত উপজেলার লক্ষ্মীপুর গ্রামে লুকিয়ে ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে গতকাল সন্ধ্যা ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।’

এ ঘটনায় গ্রেপ্তার দুই জনকেই আজ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

8h ago