খেটে খাওয়া মানুষের পাশে বিবেক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লালমনিরহাটের সীমান্তবর্তী দুড়াকুটি গ্রামের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন বিবেক ফাউন্ডেশন।
সংগঠনটির পক্ষে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা প্রতিরোধের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল, লবণ, আলু ও সাবান।
সবকিছুই করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর সরকার।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এমনিতে সীমান্ত এলাকার মানুষ একটু কম সচেতন। পাশাপাশি আর্থিক দৈন্যতা তো আছেই। দেশব্যাপী সাধারণ ছুটির কারণে তাদের বাড়িতে থাকতে হচ্ছে। ফলে, কাজ করতে না পারার কারণে অমানবিক জীবনযাপন করতে হচ্ছে। আমি তাদের মধ্যে সচেতনতা বাড়ানো ও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
জাহাঙ্গীর সরকার আরও বলেন, ‘দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এসব মানুষের জন্য কাজ করে যাব।’
Comments