সামাজিক দূরত্ব নির্দেশনা উপেক্ষা করে ত্রাণ নিতে চট্টগ্রামে থানায় ভিড়

ত্রাণ নিতে চট্টগ্রাম বন্দর থানার সামনে মানুষের ভিড় (বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০) ছবি: স্টার

কোভিড-১৯ এর বিস্তার রোধে দেশজুড়ে সাধারণ ছুটিতে জরুরি প্রয়োজন ছাড়া যখন রাস্তাঘাট প্রায় ফাঁকা, বৃহস্পতিবার বিকেলে তখন চট্টগ্রাম বন্দর থানার বাইরে বহু মানুষের ভিড়।

বন্দর নগরীতে প্রায় ৪০০০ দরিদ্র পরিবারকে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

আজ বেলা ১২টার দিকে প্রায় তিনশ মানুষ জড়ো হন থানার সামনে। মাস্ক আর গ্লাভস পড়া পুলিশ, তাদের লাইনে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করছিলেন।

এসময় পুলিশ কিংবা থানার সামনে ত্রাণ নিতে আসা মানুষ কেউই করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্বের যে নির্দেশনা রয়েছে, তা মানছিলেন না।  

অব্যবস্থাপনা নিয়ে জানতে চাওয়া হলে সিএমপি উপকমিশনার (বন্দর) হামিদুল আলম জানান, তিনি বিশৃঙ্খলা বিষয়ে জানতেন না।

দ্য ডেইলি স্টারকে তিনি জানান, চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ নির্দেশনা মেনে ত্রাণ বিতরণের কথা বলা হয়েছিল।

তিনি বলেন, ত্রাণের জন্য মরিয়াদের নিয়ন্ত্রণ করা কঠিন। বলতে চাই, এমন পরিস্থিতিতে তাদের ওপর লাঠিচার্জ করতে পারি না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত ভট্টাচার্যকে এ বিষয়ে জানতে বেশ কয়েকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

46m ago