২২ হাজার প্রশিক্ষণার্থীকে নগদ ৫০০০ টাকা করে সহায়তা দিচ্ছে এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংকের একটি কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ২২ হাজার ৬১৯ জনকে নগদ পাঁচ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য এডিবি ১৩ লাখ ৪০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে সরকারকে।
স্কিল ফর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ১০টি শিল্পকারখানার উপযোগী দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছিল।
এডিবি আজ এক বিবৃতিতে বলেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত দীর্ঘ সাধারণ ছুটির মধ্যে তারা যাতে প্রশিক্ষণ নেওয়া থেকে ঝরে না পড়ে সেজন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীরা তাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।
এডিবির বাংলাদেশে পরিচালক মনমোহন প্রকাশ বলেছেন, করোনাজনিত সাম্প্রতিক পরিস্থিতি প্রশিক্ষণার্থীদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলেছে। দরিদ্র পরিবার থেকে আসা প্রশিক্ষণ গ্রহণকারীরা যাতে তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে পারে এবং ঝরে না পড়ে সেজন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।
Comments