খুলনায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
rape-logo-1_1.jpg
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে ধর্ষণের অভিযোগে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে ডুমুরিয়া থানা পুলিশ সূত্র জানায়, ওই নারী জুটমিলে কাজ করতেন। করোনার কারণে জুটমিল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে তিনি খুলনায় বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কৈয়া বাজার এলাকায় অভিযুক্তরা তাকে একটি ইটভাটায় নিয়ে ধর্ষণ করে।

ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান,  গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার তিন জনকে আসামি করে থানায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি পলাতক রয়েছেন।

Comments