করোনা সন্দেহে বাগেরহাটে আইসোলেশনে যুবক
করোনাভাইরাসের লক্ষণ থাকায় বাগেরহাটে এক যুবককে (২২) আইসোলেশনে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
ওই যুবক বাগেরহাট শহরের বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলফার হোসেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুরে জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। সাতদিন ধরে তার জ্বর, সর্দি-কাশি থাকায় করোনা সন্দেহে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরীক্ষার ফল পেলে তিনি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে।
এর আগে, করোনা আক্রান্ত সন্দেহে একই হাসপাতালে তিন জন ও শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনাভাইরাস না পাওয়া যাওয়ায়, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Comments