জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরায় কলেজছাত্রের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার নায়ারণপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ওই তরুণের মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তার বাবা বলেন, ‘গত প্রায় এক সপ্তাহ ধরে ছেলেটা জ্বরে ভুগছিল। কিছু খেতে চাইতো না। শ্বাসকষ্ট হচ্ছিল। গতকাল রাতে হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠতে থাকে। গভীর রাতে মারা যায়। গ্রামের পল্লী চিকিৎসক বাবলু হোসেনের কাছে চিকিৎসা নিচ্ছিল।’
ডা. বাবলু হোসেন বলেন, ‘আমাকে খবর দেওয়া হলে গতকাল রাত ১১টার দিকে ওই বাড়িতে যাই। রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, মুখ দিয়ে রক্ত উঠছিল। রোগী শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল। আমি একটি নরমাল স্যালাইন করি আর টেরিজল ইনজেকশন দিয়ে রাত সাড়ে ১১টার দিকে চলে আসি।’
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই জন স্বাস্থ্যকর্মীকে পাঠানো হচ্ছে। পরে চিকিৎসক দল যাবেন। সব কিছু শুনে প্রয়োজন মনে হলে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
Comments