পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দ্য ডেইলি সান পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি আব্দুল কাইয়ুম (২২)। হামলাকারীরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
কাইয়ুম বলেন, বাউড়িয়া এলাকার জলাশয়ে বাউড়িয়া সমবায় সমিতির সদস্যরা মাছ চাষ করে আসছেন। গতকাল দুপুরে ওই এলাকার ২০ থেতে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘেরের বাঁধ কাটতে যান। ঘটনাক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তারা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি। রাতেই আব্দুল কাইয়ুম বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments