বাংলাদেশ সফর নিয়ে সংশয়ে নিউজিল্যান্ড

করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া অচলাবস্থায় স্থগিত বা বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও। কিউই ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
Mahmudullah
আউট হয়ে ফিরছেন মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া অচলাবস্থায় স্থগিত বা বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও। কিউই ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে নিউজিল্যান্ডের। তার আগে জুন-জুলাইতে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতিতে সিরিজগুলো আদৌ মাঠে গড়াবে কি-না তা নিয়ে তৈরি হয়েছে জোরালো শঙ্কা।

দেশের বাইরে ভ্রমণ করা নিয়ে সতর্কতা অবলম্বনের কথা জানিয়ে শুক্রবার স্থানীয় গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে হোয়াইট বলেছেন, ‘স্পষ্টতই, এই পরিস্থিতি খেলাধুলায় জড়িত প্রত্যেকের জন্য চরম হতাশাব্যঞ্জক। তবে সার্বিক পরিস্থিতি বিচার করে এবং কোভিড-১৯ ভাইরাসটি বিশ্বজুড়ে যেভাবে প্রচুর সংখ্যক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তার প্রেক্ষিতে, আমাদের কেবল নিজেদের লোকজনের নয়, বৃহত্তর সম্প্রদায়ের কল্যাণের দিকটাও দেখতে হবে।’

তবে এখনই সিরিজগুলো বাতিল বা স্থগিত করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না কিউই ক্রিকেট বোর্ড। পাশাপাশি ক্রিকেটারদের স্বার্থরক্ষার বিষয়টিতেও নজর রাখছে তারা। হোয়াইট যোগ করেছেন, ‘লকডাউন চলছে পুরো দেশে। ক্রিকেট সংশ্লিষ্টরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সে বিষয়ে আমরা অবগত।… যদিও ভবিষ্যৎ অনিশ্চিত, তবে যখনই কোনো সুযোগ আসবে, তা লুফে নিতে প্রস্তুত থাকার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ারও। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সেই সিরিজ নিয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না তারা। গেল মঙ্গলবার দেশটির গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে অজি টেস্ট অধিনায়ক টিম পেইন জানিয়েছেন, আগামী জুনে সিরিজ হচ্ছে না, এমন বার্তা এর মধ্যেই পেয়ে গেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

19m ago