করোনাভাইরাস: তহবিল সংগ্রহে প্রীতি ম্যাচ খেলবে বার্সা
করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত স্পেন। দেশটির কাতালুনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ইগুয়ালাদা পৌরসভার অবস্থা আরও ভয়াবহ। সেখানকার মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সিএফ ইগুয়ালাদা ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
বৃহস্পতিবার ইগুয়ালাদা পৌরসভার মেয়র মার্ক কাস্তেলস এই ঘোষণা দিয়েছেন। সিএফ ইগুয়ালাদা ক্লাবের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাড়ে চার হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লেস কোমেস স্টেডিয়ামে।
তবে কবে দল দুটি পরস্পরের মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। সিএফ ইগুয়ালাদা জানিয়েছে, করোনাভাইরাসের বিরূপ প্রভাব কাটিয়ে যখন পরিস্থিতি নিরাপদ হবে, তখন ম্যাচটি মাঠে গড়াবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বার্সেলোনার আয়ে বিরূপ প্রভাব পড়ায় বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিতে সম্মত হয়েছেন দলটির খেলোয়াড়রা। ক্লাবের অন্যান্য কর্মচারীরা যেন সঠিক সময়ে শতভাগ পারিশ্রমিক পান, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেল সোমবার।
গোটা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দশ লাখ। শুক্রবার মৃত্যুর সংখ্যা ৫৩ হাজার পেরিয়ে গেছে। স্পেনে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এ পর্যন্ত, আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১০ হাজারেরও বেশি।
Comments