বাবার বাড়ি লকডাউন, পালিয়ে শ্বশুর বাড়িতে
লালমনিরহাটে করোনাসন্দেহে বাবার বাড়ি লকডাউন থাকায় পালিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছেন এক নারী।
জেলার আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সাত্তার জানান, করোনা সংক্রমণ সন্দেহে ২৮ মার্চ ইউনিয়নের সাংহার চওড়া গ্রাম লকডাউন করে দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
সে সময় ওই নারী তার বাপের বাড়িতে ছিলেন। পরে, তিনি সেখান থেকে পালিয়ে শ্বশুর বাড়ি দীঘলটারী গ্রামে চলে যান।
তিনি বলেন, 'আমি স্থানীয় লোকজনকে নিয়ে ওই মহিলা ও তার স্বামীকে অনুরোধ করে বুঝিয়েছি। কিন্তু, তারা আমাদের অনুরোধ শোনেননি।'
এ ঘটনায় এলাকায় করোনা ভীতি ছড়িয়েছে। স্থানীয় আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, লকডাউন হওয়া বাপের বাড়ি থেকে পালিয়ে আসায়, গ্রামে করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।
জানা যায়, ওই নারীর ভাই ঢাকায় যে বাড়িতে থাকতেন, সেখানে এক ব্যক্তির করোনা সংক্রমণ শনাক্ত হলে, তিনি সেখান থেকে পালিয়ে বাড়িতে আসেন। স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে বাড়িটি লকডাউন ঘোষণা করে।
Comments