১৫ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে পতনের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে মার্চে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৮ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় ১১ দশমিক ৩৬ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের কারণে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার বিরূপ প্রভাব পড়েছে রেমিটেন্সে।
গত কয়েক মাস ধরেই দেশের আমদানি, রপ্তানি ও রাজস্ব আহরণসহ প্রধান অর্থনৈতিক সূচকগুলো দুর্বল অবস্থানে ছিল। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার আশঙ্কা, চলমান অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত হলে আগামী দিনে রেমিটেন্স আরও কমতে পারে।
Comments