শীর্ষ খবর

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তিন জন। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তিন জন। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার বড় বিঘাই গ্রামে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, হামলায় অভিযুক্ত অন্যান্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানের বাবা ফরিদ প্যাদার সঙ্গে প্রতিবেশি সালাম গাজীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হলে, এক পর্যায়ে সালাম গাজী ও তার পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়।

স্থানীয়রা হামলায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।





 

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago