চট্টগ্রামে ৬৭ বছরের বৃদ্ধ করোনায় আক্রান্ত
চট্টগ্রামে ৬৭ বছর বয়সী একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের অধ্যাপক শাকিল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ তারা মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করেছেন। এতে ওই ব্যক্তির ফল পজিটিভ এসেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ জানান, ওই ব্যক্তি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন জানার পর যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ ওই এলাকায় গেছে।
Comments