গণপরিবহনের নিষেধাজ্ঞা বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত
করোনা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে গণপরিবহনে নিষেধাজ্ঞা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহনে নিষেধাজ্ঞা ছিল।
আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের।
তবে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ ছাড়াও, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে যা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়।
Comments