মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটি কাটা নিয়ে শ্রমিকদের দুই দলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচ জন। আজ শনিবার দুপুরে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তানভীর মিয়া (২৪) বাহাদুরপুর গ্রামের ছলিম মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বাহাদুরপুর গ্রামে মাটি কাটা নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয় জন আহত হয়।
তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন লোকমান হোসেন।
Comments