শবে বরাতে ঘরে ইবাদতের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পবিত্র শবে বরাতের নামাজ যার যার বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সই করা এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের বিস্তৃতি রোধে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে নিজ নিজ বাসস্থানে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
Comments