বাগেরহাটে আরও ২ জন আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে এক নারী ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকালে ৪২ বছর বয়সী ওই গৃহবধূ জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে এলে পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা তাকে আইসোলেশনে পাঠান। কয়েক দিন ধরেই তিনি জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। জ্বর, সর্দি ও কাশির সমস্যা নিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এক যুবককে আইসোলেশনে নেন চিকিৎসকরা।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, জ্বর, সর্দি ও কাশি থাকায় বাগেরহাট সদর হাসপাতালে এক নারী ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পুরুষ রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা করার পরে নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না। এর আগে তিন জনকে আইসোলেশনে রাখা হয়েছিল, পরীক্ষা করে দেখা গেছে তারা কেউ আক্রান্ত নন। এখন তিন জনই স্বাভাবিক জীবন-যাপন করছেন।
Comments