আলো নিভিয়ে, তালি বাজিয়ে করোনা সমস্যার সমাধান হবে না: মোদিকে কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন, আজ রোববার রাত ৯টায় ৯ মিনিট বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি, টর্চ, প্রদীপ, মোবাইল জ্বালানোর।
rahul gandhi
রাহুল গান্ধি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন, আজ রোববার রাত ৯টায় ৯ মিনিট বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি, টর্চ, প্রদীপ, মোবাইল জ্বালানোর।

করোনা সংক্রমণ প্রতিরোধে মোদির এই আহ্বানের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

গতকাল শনিবার এই টুইটে রাহুল বলেন, ‘তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে সমস্যার সমাধান হবে না।’

‘কোভিড-১৯ মোকাবিলায় ভারতে যথেষ্ট সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে না’ টুইটে উল্লেখ করেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির রাতের কর্মসূচি পালন করা হলে ভারতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।

মহারাষ্ট্রের বিদ্যুৎ মন্ত্রী নীতিন রাউত টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘একসঙ্গে সারা দেশের বিদ্যুতের চাহিদা হঠাৎ শূন্যে নেমে এলে এবং কয়েক মিনিটের মধ্যেই আবার একসঙ্গে সব আলো জ্বালালে জাতীয় পাওয়ার গ্রিডের উপর বড় রকমের চাপ পড়বে৷ এতে পাওয়ার গ্রিড বসে গিয়ে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।’

মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

যদিও প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মোমবাতি জ্বালানোর বৈদ্যুতিক আলো নেভানো হলেও, কম্পিউটার, ফ্যান, এসি বন্ধ করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে দেশটির সরকার।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে এর ফলে বিদ্যুতের গ্রিডে বিপর্যয় দেখা দিতে পারে, এই আশঙ্কার কোনো কারণ নেই।’

Comments