চাঁদা দাবি নিয়ে আ.লীগ-ছাত্রলীগ সংঘর্ষ, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা দাবি নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার এ তথ্য জানিয়েছেন।

গতকাল বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। একজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগকর্মী রাশেদুজ্জামান স্থানীয় সংবাদিকদের বলেন, ‘আমি টি অ্যান্ড টি কার্যালয়ের পাশে ৪৫ ডেসিমেল জমি কিনে বালু ভরাট শুরু করেছি। গতকাল দুপুর ৩টার দিকে ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করে। বিকালে সুমন ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মীকে নিয়ে জোর করে আমার ভাড়া বাসায় ঢুকে আমাকে মারধর করে। আমার স্ত্রী-সন্তান বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা করা হয়।’

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সুমন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বিকালে উপজেলার ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম ওরফে সান্টু ভূঁইয়ার সমর্থকরা আমার তিন অনুসারীর ওপর হামলা চালায়। এরপর তারা আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার মাকে আহত করে। এরপর আমার সমর্থকদের সঙ্গে সান্টুর সমর্থকদের সংঘর্ষ হয়।’

সান্টু ভূঁইয়া বলেন, ‘আমি শুনেছি সুমন মাহমুদ চাঁদা দাবিতে আওয়ামী লীগকর্মী রাশেদুজ্জামানের ওপর হামলা চালায়। যা কিছু হয়েছে, তার প্রতিবাদেই হয়েছে।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন। উভয়পক্ষকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

59m ago