সিংগাইরে করোনা রোগী, পৌর এলাকা লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামে। তিনি সিংগাইর পৌর এলাকায় আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলিগ জামাতে এসেছিলেন। গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যর একটি তাবলিগ জামাতের দল ওই মাদরাসায় অবস্থান করছিলেন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি এক স্বজনের সঙ্গে ঢাকায় গিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে নমুনা পরীক্ষা করান। আইইডিসিআর নিশ্চিত করেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
জামাতে থাকা বাকি ১২ সদস্য এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় স্থানীয় ছয় জন ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের তথ্য জানার পরে সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। কোনো পরিবারে যেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট না হয় সে জন্য ভ্রাম্যমাণ বাজার ও দুস্থদের সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হবে— বলেন রুনা লায়লা।
Comments