এবার ফুটবল মৌসুম শুরু করল তাজিকিস্তান

করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবীই স্থবির হয়ে আছে। প্রতিনিয়তই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রায় সব দেশের সব ধরনের খেলাধুলার প্রতিযোগিতা বন্ধ। কিন্তু এ নিয়ে তেমন কোনো বিকার নেই যেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের। উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই পূর্ব নির্ধারিত সময় অনুসারে তারা শুরু করে দিয়েছে ফুটবল মৌসুম!

করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবীই স্থবির হয়ে আছে। প্রতিনিয়তই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রায় সব দেশের সব ধরনের খেলাধুলার প্রতিযোগিতা বন্ধ। কিন্তু এ নিয়ে তেমন কোনো বিকার নেই যেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের। উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই পূর্ব নির্ধারিত সময় অনুসারে তারা শুরু করে দিয়েছে ফুটবল মৌসুম!

লিগ মাঠে গড়ালেও মাঠ থাকছে দর্শকশূন্য। তাজিক সুপার কাপের উদ্বোধনী দিনে শনিবার খুজান্দকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাজিকিস্তানের জনগণকে সতর্ক করে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলেছে। কিন্তু দেশটিতে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। আর এ কারণেই ফুটবল মৌসুম শুরু করা নিয়ে কোনো আপত্তি নেই স্থানীয় ক্লাবগুলোর।

এ প্রসঙ্গে ইস্তিকললের ম্যানেজার ভিতালি লেভচেঙ্কো বলেছেন, ‘আপনারা জানেন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীর প্রায় সব দেশেই ফুটবল বন্ধ হয়ে আছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, আমাদের দেশে কোনো করোনাভাইরাস নেই এবং ফুটবল যথা সময়ে শুরু হয়েছে। আমার বিশ্বাস, খালি স্টেডিয়ামে খেলা হলে কোনো সমস্যা হবে না।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময়ে তাজিকিস্তান ছাড়াও ফুটবল চালিয়ে যাচ্ছে বেলারুশ, নিকারাগুয়া ও বুরুন্ডি। তবে বেলারুশকে তাদের লিগ স্থগিত করতে অনুরোধ জানিয়েছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। তবে এখনই লিগ বন্ধ করতে রাজি নয় বেলারুশ।

এ নিয়ে একটি বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন বলেছে, ‘প্রতিদিনই আমরা পরিস্থিতি বিবেচনা করছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা আছে। এখন লিগ বন্ধ করার কোনো কারণ দেখছি না।’

উল্লেখ্য, তাজিকিস্তানের রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে সুপার কাপের উদ্বোধনী ম্যাচের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দর্শকবিহীন গ্যালারিতে বিশাল একটি ব্যানারে লেখা ছিল ‘স্টপ করোনাভাইরাস’।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

39m ago