করোনা আক্রান্ত সন্দেহে রোগীকে পাঠানো হলো সিলেটে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।
sylhet_map.jpg

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কিশোরীর বাড়ি শহরের মুসলিমবাগ এলাকায়। আজ রবিবার উপজেলা প্রশাসন ওই এলাকায় মানুষের চলাচল সীমিত করেছে। সেই সঙ্গে কিশোরীর বাড়ি যাওয়ার রাস্তার মুখে লাল পতাকা টানিয়ে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মেয়েটির শ্বাসকষ্ট ছিল, তাই আমাদের সন্দেহ হয়েছে সে করোনায় আক্রান্ত হতে পারে। তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া গত শুক্রবার ওই মেয়েটির পাশের বাসায় একজন মারা গেছেন। যদিও তার করোনার কোনো লক্ষণ ছিল না।’

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সিলেট থেকে মেয়েটির মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।’

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

33m ago